আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানের রাজনীতিতে গত কয়েকদিন ধরে জোর চর্চা সূর্যকান্তা ব্যাসকে নিয়ে। এবার তাঁর সঙ্গে সাক্ষাৎ করে জল্পনা আরও কিছুটা বাড়িয়ে দিলেন অশোক গেহলট। গেহলট রাজস্থানের মুখ্যমন্ত্রী। দিন কয়েক আগেই তিনি বলেছিলেন, এবার মুখ্যমন্ত্রীর পদ থেকে অব্যাহতি চান তিনি, তবে বোধহয় মুখ্যমন্ত্রী পদ তাঁকে ছাড়তে চায় না। সর্দারপুরা কেন্দ্রে নিজের দুদিনের প্রচার কর্মসূচি সেরে তিনি আচমকা সূর্যকান্তা ব্যাসের সঙ্গে সাক্ষাৎ করেন। ব্যাস সোরসাগর কেন্দ্রের তিনবারের জয়ী বিধায়ক। কিন্তু এবার তাঁকে আর টিকিট দেয়নি গেরুয়া শিবির। পরিবর্তে টিকিট দেওয়া হয়েছে দেবেন্দ্র যোশীকে। কারণ হিসেবে জানা গিয়েছে বয়সের কথা। ব্যাসের বয়স ৮৫। সেই কারণেই তাঁকে আর নির্বাচনে লড়ার জন্য মনোনীত করেনি দল। কিন্তু তার পরেই গেহলটের তাঁর বাসভবনে যাওয়া জল্পনা বাড়াচ্ছে। যদিও মিনিট ১৫এর সাক্ষাৎকে রাজস্থানের মুখ্যমন্ত্রী বলছেন স্রেফ সৌজন্য সাক্ষাৎ। বর্ষীয়ান নেত্রীকে সম্মান দেখানোর জন্যই গিয়েছিলেন। অন্যদিকে গেহলটের দাবি, সূর্যকান্তা টিকিট পাননি, কারণ তিনি গেহলটের কাজের প্রশংসা করেছিলেন।