আজকাল ওয়েবডেস্ক: দুয়ারে লোকসভা নির্বাচন। ইন্ডিয়া জোটের দিকে নজর রয়েছে বিজেপির। তাই আগে থেকেই সতর্ক কংগ্রেস শিবির। ২০২৪ লোকসভা নির্বাচনকে নজরে রেখে একটি কমিটি ইতিমধ্যেই গঠন করেছে কংগ্রেস। সেই কমিটিতে এবার জায়গা পেলেন অশোক গেহলট এবং শচীন পাইলট। শনিবার কংগ্রেসের একটি বৈঠক হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু এই দুজনেই নয়, কমিটিতে স্থান পেয়েছেন আরও বেশ কয়েকজন কংগ্রেস নেতা। তাঁদের মধ্যে রয়েছেন জীতেন্দ্র সিং, মোহন প্রকাশ, সিপি যোশী, হরিশ চৌধুরী, রামলাল জাঠ প্রমুখ। এদের সকলেরই প্রধান কাজ হবে ২০২৪ লোকসভা নির্বাচনে দেশজুড়ে কংগ্রেসের ভোটে লড়ার পরিকল্পনা পর্যবেক্ষণ করা। সেইমত দলকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। কমিটিতে জায়গা পেয়ে অশোক গেহলট এবং শচীন পাইলট জানিয়েছেন, দল তাঁদের যে দায়িত্ব দিয়েছে তাতে তাঁরা নিজেদেরকে সম্মানিত বোধ করছেন। এবার লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানোর জন্য সবধরণের চেষ্টা করা হবে।