আজকাল ওয়েবডেস্ক: রাজস্থান সহ দেশের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচন প্রক্রিয়া চলছে। ৫ রাজ্যের ভোট শেষে গণনা ডিসেম্বরের একেবারে শুরুতে। স্বাভাবিক ভাবেই ২৪-এর লোকসভা নির্বাচনের আগে ৫ রাজ্যের ভোট বড় ফ্যাক্টর। আর সেকথা মাথায় রেখেই বিজেপি-কংগ্রেস সহ সকল রাজনৈতিক দলগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরছে ইশতিহার। ভোটমুখী রাজস্থানে কংগ্রেসের ইশতিহার প্রকাশ্যে আসার পর থেকেই ওয়াকিবহাল মহলের মতে, রাজস্থানে কংগ্রেস একেবারে কল্পতরু। রাজস্থানেও কংগ্রেস প্রথমেই রাখছে  জাতিগত জনগণনাকে। ইতিমদহ্যে এই প্রসঙ্গে কংগ্রেস নেতারা বারবার সুর চড়িয়েছেন। রাজস্থানে কংগ্রেস জানিয়েছে, ক্ষমতায় ফিরলেই করা হবে  জাতিগত জনগণনা। তার সঙ্গেই একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে হাত শিবির। তাতে রয়েছে কৃষকদের জন্য ভাবনা, রয়েছে মরুরাজ্যের যুবকদের কর্মসংস্থানের প্রসঙ্গ। সকলের বাসস্থান প্রসঙ্গে কংগ্রেস জানিয়েছে তাদের পরিকল্পনার কথা। বলা হয়েছে , আবাসন অধিকার আইনে সকলকে দেওয়া হবে আবাসন। এছাড়াও,বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে বিনামূল্যে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনার কথা এবং সে রাজ্যের রাস্তাঘাটের উন্নয়নের কথাও ইশতিহারে বলেছে কংগ্রেস। চিরঞ্জীবী স্বাস্থ্য বিমা ২৫ লক্ষ থেকে বাড়িয়ে ৫০ লক্ষ করা হবে বলেও জানানানো হয়েছে ইশতিহারে। উল্লেখ্য, পাইলট-গেহলট দ্বন্দ্বের অবসান ঘটিয়ে ভোটমুখী রাজস্থানে কংগ্রেস শিবির একত্রের বার্তা দিয়েছে, নিজেদের ক্ষমতা মরুরাজ্যে পুনরায় ধরে রাখতে মরিয়া হাত শিবির।