আজকাল ওয়েবডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বার্তা এবার শোনালেন আপের সাংসদ সঞ্জয় সিং। তিনি বলেন, জেল থেকে বার্তা পাঠিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেছেন, আমার নাম অরবিন্দ কেজরিওয়াল, এবং আমি সন্ত্রাসবাদী নই। আপ সাংসদের আরও অভিযোগ, কেজরিওয়ালের মনোবল ভেঙে দেওয়ার সব ধরণের প্রচেষ্টা চালানো হচ্ছে। ২১ মার্চ ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন কেজরিওয়াল। আবগারি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি তিহার জেলে রয়েছেন। কেজরিওয়ালের সঙ্গে একজন সন্ত্রাসবাদীর মত আচরণ করা হচ্ছে। কাছের মানুষদের সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হচ্ছে না। তবে এতসবকিছুকে ছাপিয়ে কেজরিওয়াল ঠিক বেরিয়ে আসবেন। দিল্লির মানুষদের জন্য তাদের ঘরের ছেলের মত কাজ করেছেন কেজরিওয়াল। প্রসঙ্গত, ছমাস জেলে থাকার পর তিহার জেলে থেকেই জামিনে মুক্ত হয়েছেন সঞ্জয় সিং।