আজকাল ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীরে ফের পাক ড্রোন। ভারতীয় সেনার গুলি খেয়ে পাকিস্তানের দিকে পালিয়ে যায় ড্রোনটি। ভারত-পাক সীমান্তপারে একটি ড্রোন উড়তে দেখেন ভারতীয় সেনারা। সীমান্তে দুটি জায়গায় দেখা যায় এই ড্রোন। দুটি ড্রোনকেই দেখে গুলি করে ভারতীয় সেনার জওয়ানরা। এরপর পাকিস্তানের দিকে পালিয়ে যায় দুটি ড্রোনই। প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান থেকে আসা একটি ড্রোনকে গুলি করে নামায়। এই ড্রোনগুলি পাকিস্তান ব্যবহার করে ভারতে মাদক চোরাচালানের কাজে এবং অস্ত্র সরবরাহের জন্য। জম্মু-কাশ্মীর পুলিশ ইতিমধ্যেই ৩ লক্ষ টাকার পুরষ্কার ঘোষণা করেছে। যদি কেউ পাকিস্তান থেকে আসা ড্রোনের সন্ধান দিতে পারে তবে সেই ব্যক্তিকে এই পুরষ্কার দেওয়া হবে বলে জানা গিয়েছে।