আজকাল ওয়েবডেস্ক: দেশের সেবায় দিনরাত নিয়োজিত সৈনিকদের সম্পর্কে মানুষের মনে অনেক কৌতুহল। এরকম একটি প্রশ্ন হল, সেনা আধিকারিক ও জওয়ানদের কি টোল ট্যাক্স দিতে হয়? সোশাল মিডিয়ায় প্রায়শই ভাইরাল হয় যে, সেনা আধিকারিক ও জওয়ানরা টোল থেকে মুক্ত, কিন্তু বাস্তবতা কি, নিয়ম কী বলে? 

কর্তব্যরত সেনা আধিকারিক ও জওয়ানদের ছাড়:
যদি কোনও সেনা আধিকারিক ও জওয়ানরা কর্তব্যে থাকেন এবং সরকারি সামরিক যানবাহনে ভ্রমণ করেন, তাহলে তাঁকে বা তাঁদের টোল ট্যাক্স দিতে হবে না। এই ছাড়টি ভারতীয় টোল (সেনা ও বিমান বাহিনী) আইন, ১৯০১-এর অধীনে দেওয়া হয়। এই ক্ষেত্রে, সৈন্যদের টোল প্লাজায় তাঁদের পরিচয়পত্র এবং কর্তব্য-সম্পর্কিত নথি দেখাতে হবে।

ব্যক্তিগত যানবাহনে কোনও ছাড় নেই
কর্তব্যে না থাকাকালীন যদি কোনও সেনা আধিকারিক ও জওয়ানরা তাঁর ব্যক্তিগত গাড়ি বা বাইকে ভ্রমণ করেন, তাহলে তাঁকে বা তাঁদের সাধারণ নাগরিকদের মতোই টোল ট্যাক্স দিতে হয়। কেবল সেনাবাহিনীর কার্ড দেখিয়েই ছাড় দেওয়া হয় না। এই নিয়মটি ২০০৮ সালের জাতীয় মহাসড়ক ফি বিধিমালায় স্পষ্টভাবে উল্লেখ করা আছে।

ছাড়ের জন্য এই নথিগুলি প্রয়োজন

টোল ট্যাক্স থেকে অব্যাহতি পেতে, সৈনিকদের কিছু গুরুত্বপূর্ণ নথি দেখাতে হবে।

- ডিউটি ​​অর্ডার বা ট্রানজিট পাস

- ইউনিটের অনুমোদিত চিঠি

- বৈধ পরিচয়পত্র (যেমন সেনাবাহিনীর পরিচয়পত্র)

যদি এই নথিগুলি উপস্থিত থাকে এবং যাত্রাটি অফিসিয়াল কাজের জন্য হয়, তাহলে টোল নেওয়া হয় না। দয়া করে মনে রাখবেন যে, অবসরপ্রাপ্ত সেনাদের টোল ট্যাক্সে কোনও ছাড় দেওয়া হয় না। যদিও অনেকেই দাবি করেন যে, তাঁদেরও সম্মানের নিদর্শন হিসেবে এই সুবিধা দেওয়া উচিত, তবে বর্তমানে এমন কোনও নিয়ম প্রযোজ্য নয়।

আরও পড়ুন-  সব সমস্যার সমাধানে রাজ্যগুলির সুপ্রিম কোর্টের প্রয়োজন নেই, তাহলে বিকল্প কী? বলে দিল কেন্দ্র!

টোল ট্যাক্স কী?
আন্তঃরাজ্য এক্সপ্রেসওয়ে, সেতু, টানেল এবং জাতীয় বা রাজ্য মহাসড়ক ব্যবহারের জন্য টোল ট্যাক্স একটি ফি। ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ  ভারতের সমগ্র সড়ক নেটওয়ার্ক তত্ত্বাবধান করে, যার মধ্যে টোল নীতি এবং ব্যবস্থা অন্তর্ভুক্ত।

জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ সংগ্রহ প্রক্রিয়া নিয়ন্ত্রণকারী নিয়ম এবং প্রবিধান নির্ধারণ করেছে, যার মধ্যে কিছু ছাড়, করের বৈধতা এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন- মাত্র ২০০ মিটারেই শেষ! ভারতের সবচেয়ে ছোট রেল স্টেশন রয়েছে ওড়িশাতেই, নাম কী জানেন