আজকাল ওয়েবডেস্ক : কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় গোটা দেশজুড়ে প্রতিবাদের ঝড়।
চিকিৎসকদের ধর্মঘটের জেরে গোটা দেশে স্তব্ধ স্বাস্থ্য পরিষেবা। এবার আসরে নামল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। একটি বিবৃতি দিয়ে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে একটি কমিটি গঠন করা হবে। তারা হাসপাতালে চিকিৎসক নিরাপত্তা দিকটি খতিয়ে দেখবে। তবে চিকিৎসকদের কাছে একটাই অনুরোধ তারা যেন ধর্মঘট তুলে নিয়ে দ্রুত কাজে ফেরেন।
সাধারণ মানুষ যে হারে নাকাল হচ্ছে তা থেকে যেন তারা দ্রুত মুক্তি পায়। এদিন বিভিন্ন চিকিৎসক সংগঠন স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে দেখা করে। এরপর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে চিকিৎসকরা যাতে নিরাপত্তা পান সেদিকে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। তবে তারা যেন রোগীদের এই হয়রানি শেষ করেন। চিকিৎসকদের দাবিগুলি গুরুত্ব দিয়ে দেখছে স্বাস্থ্য মন্ত্রক।
প্রসঙ্গত, আর জি কর হাসপাতালে নাইটি ডিউটি করার সময় এক মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার জেরে উত্তাল হয়ে ওঠে গোটা পশ্চিমবঙ্গ। প্রতিবাদে সামিল হয় দেশের অন্য চিকিৎসকরা। ইতিমধ্যে আদালতের নির্দেশে এই ঘটনার তদন্তে নেমেছে সিবিআই। ঘটনায় অভিযুক্ত সিভিক পুলিশকে নিজেদের হেপাজতে নিয়েছে সিবিআই।
