আজকাল ওয়েবডেস্ক: লোকসভা সচিবালয়ের যুগ্ম সচিব ( নিরাপত্তা) হিসেবে নিযুক্ত হয়েছেন, সিনিয়র আইপিএস অফিসার অনুরাগ আগরওয়াল। সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল মাসখানেক আগেই। ২০০১ সালের সংসদে হামলার ঘটনা মনে পড়িয়ে ঠিক একই দিনে লোকসভায় হামলা চলে। ঘটনায় উত্তাল হয়েছিল দেশের রাজনীতি। লোকসভা সচিবালয়ের যুগ্ম সচিব ( নিরাপত্তা) রঘুবীর লালকে স্থানান্তরিত করা হয়েছিল ২ নভেম্বর, তারপর থেকে এই আসন কার্যত শূন্য পড়ে ছিল। হামলার ঘটনার পর লোকসভা সচিবালয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখে শূন্য পদ পূরণের আবেদন জানিয়েছিল। বৃহস্পতিবারের নির্দেশিকা অনুযায়ী, সিনিয়র আইপিএস অফিসার অনুরাগ আগরওয়াল ওই পদে বহাল হয়েছেন। ১৯৯৮ ব্যাচের অফিসার অনুরাগ এই মুহূর্তে শিলং ভিত্তিক সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের উত্তর পূর্ব সেক্টরের ইন্সপেক্টর জেনারেল পদে রয়েছেন। বৃহস্পতিবার একটি নির্দেশিকা জারি হয়েছে, তাতে জানানো গিয়েছে, এই সিনিয়র আইপিএস অফিসারকে লোকসভা সচিবালয়ের যুগ্ম সচিব (নিরাপত্তা) হিসেবে নিযুক্ত করা হয়েছে। আগামী তিন বছর এই দায়িত্ব তিনি পালন করবেন।
