আজকাল ওয়েবডেস্ক: ২২ জানুয়ারি, লম্বা প্রস্তুতির পর এদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে। বিরোধী রাজনৈতিক দলের নেতারা রামমন্দিরে না গেলেও, দিনভর তাঁদের বিভিন্ন ধর্মীয় ধর্মস্থানের কর্মসূচি রয়েছে।
 তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি দিন কয়েক আগেই জানিয়েছেন, ২২ জানুয়ারি মিছিল করবে তাঁর দল। হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই মিছিলে থাকবেন সব ধর্মের মানুষ। মিছিল শুরু হবে কালী মন্দিরে পুজো দিতে। মিছিল যাবে মন্দির, মসজিদ, গুর দোয়ারা। মিছিল শেষে সভা হবে পার্ক সার্কাসে। প্রতি জেলার ব্লকে ব্লকে হবে সংহতি মিছিল। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আজ পরিকল্পনা ছিল অসমের বটদ্রবা সত্রে পুজো দেওয়ার। কিন্তু সোমবার সকালেই বাধা দেওয়া হয়েছে তাঁকে। মন্দির, পুজো কমিটি তাঁকে বাধা দেয়। উল্লেখ্য, ভারত জোড়ো ন্যায় যাত্রায় অসমে ঢকার পর থেকেই পথে পথে বাধা পেয়েছেন তিনি। মন্দির পক্ষের তরফে জানানো হয়েছে, দুপুর ৩টার আগে ওই মন্দিরে ঢুকতে পারবেন না তিনি। রাস্তায় বসে তিনি বিক্ষোভ দেখান মন্দিরে ঢুকতে না দেওয়ার প্রতিবাদে। কেজরিওয়ালের দল দল আপ, শোভা যাত্রা, ভান্ডার, সুন্দর কান্ড পাঠ এবং আরতি সহ একগুচ্ছ কর্মসূচি পালন করবে। উদ্ধব ঠাকরে জানিয়েছেন, তিনি এবং তাঁর দলের নেতারা সোমবার নাসিকের কালারাম মন্দির পরিদর্শন করবেন এবং সেখানে মহারতি করবেন। অর্থাৎ অযোধ্যা না গেলেও বিশেষ দিনে বিরোধী রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে বিভিন্ন ধর্মস্থানে একাধিক কর্মসূচির পরিকল্পনা করছে।