আজকাল ওয়েবডেস্ক:‌ শুরু হল অমরনাথ যাত্রা। যথোচিত ধর্মীয় মর্যাদায় জম্মু–কাশ্মীরে এ বছরের বার্ষিক অমরনাথ যাত্রা শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হল। কঠোর নিরাপত্তায় পূণ্যার্থীদের প্রথম দলটি পহেলগাঁও ও বালতাল–দুটি রুটেই পবিত্র গুহার উদ্দেশে যাত্রা শুরু করেছে। ৫২ দিনের এই তীর্থযাত্রা শেষ হবে আগামী ১৯ আগস্ট শ্রাবণী পূর্ণিমার দিন। যাত্রা সুসম্পন্ন করতে সবরকমের বন্দোবস্ত করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এর আগে, শুক্রবার জম্মু–কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা ভগবতীনগর বেস ক্যাম্পে পতাকা নাড়িয়ে যাত্রার সূচনা করেন। তিনি এই তীর্থযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সকলের প্রতি আবেদন জানান। এখনও পর্যন্ত ৪ লক্ষের বেশি ভক্ত এবারের অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্ত করেছেন।