আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইট। লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্টগামী এই বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানে মোট ২৪২ জন যাত্রী ও ক্রু ছিলেন, যাদের মধ্যে কমপক্ষে ২৪১ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অভিনেতা ভিক্রান্ত ম্যাসির ভাই, ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার। ইনস্টাগ্রামে এক আবেগঘন স্টোরিতে বিক্রান্ত লেখেন, 'আমার হৃদয় ভেঙে যাচ্ছে তাদের জন্য, যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রিয়জনদের হারিয়েছেন। আরও বেশি কষ্ট হচ্ছে এটা জেনে যে আমার কাকা ক্লিফোর্ড কুন্দার তাঁর ছেলে ক্লাইভ কুন্দারকে হারিয়েছেন। তিনি ছিলেন সেই বিমানের ফার্স্ট অফিসার। ঈশ্বর কাকার পরিবারকে শক্তি দিন, এবং সবাইকে যারা গভীরভাবে আক্রান্ত হয়েছেন।'
ক্লাইভ কুন্দার এর আগে ১,১০০ ঘণ্টারও বেশি ফ্লাইং অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ সহ-চালক। ফ্লাইটে ক্যাপ্টেন ছিলেন সুমিত সবরওয়াল। একজন লাইন ট্রেনিং ক্যাপ্টেন এবং ৮,২০০ ঘণ্টার বেশি বিমান চালানোর অভিজ্ঞতা ছিল তাঁর।
বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে দুপুর দেড়টার কিছু পরে। বিমানটি গুজরাটের মেঘানীনগরের একটি সরকারি মেডিক্যাল কলেজের হোস্টেলের ওপর আছড়ে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। বিধ্বস্ত বিমানের ধ্বংসস্তূপে পরিণত হয় এলাকাটি।
মৃতদের মধ্যে তিনজন মেডিক্যাল ছাত্রও ছিলেন, এবং অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের গুজরাট শাখার প্রতিনিধি ডা মেহুল শাহ।
জানা গিয়েছে, বিমানটি উড়ানের কিছু পরেই মে ডে কল করেছিলেন পাইলট। কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জানা গিয়েছে, দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ডিজিসিএ।
