আজকাল ওয়েবডেস্ক:‌ যত কাণ্ড যেন এয়ার ইন্ডিয়ার বিমানে। ভয়াবহ দুর্ঘটনার পর একের পর এক বিপত্তি লেগেই রয়েছে এয়ার ইন্ডিয়ায়। এবার ঘটল আর এক কাণ্ড।


দিল্লি থেকে ওয়াশিংটনগামী বিমান বাতিল হয়ে গেল মাঝপথে। বিমানটি জ্বালানি ভরার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবতরণ করেছিল। তার পরেই বাতিল করে দেওয়া হয় বিমানের বাকি যাত্রাপথ।


বুধবার রাতে দিল্লি থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার এআই ১০৩ বিমানটি। দূরপাল্লার বিমানগুলিকে সাধারণত জ্বালানি ভরার জন্য যাত্রাপথের মাঝে কোথাও নামতে হয়। এক্ষেত্রেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভিয়েনার বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। সেখানে জ্বালানি ভরার সময়েই একটি ত্রুটি ধরা পড়ে। ফলে বিমানটিকে মাঝপথেই বাতিল করে দেওয়া হয়। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ‘‌ভিয়েনায় জ্বালানি ভরার জন্য বিমানটি নামার পরে উড়ানের সব যন্ত্রাংশ পরীক্ষা করা হচ্ছিল। সেই সময়েই একটি ত্রুটি ধরা পড়ে। যার জেরে বিমানটির বিভিন্ন যন্ত্রাংশ আরও পরীক্ষানিরীক্ষা করার প্রয়োজন হয়। সেই কারণে ভিয়েনা থেকে ওয়াশিংটন পর্যন্ত ওই বিমানের যাত্রাপথ বাতিল করে দেওয়া হয়েছে।’‌

বিমান সংস্থার তরফে আরও জানানো হয়েছে, বিমানটি বাতিল হওয়ার পরে সব যাত্রীদের সেটি থেকে নামিয়ে আনা হয়। যাঁদের বিনা ভিসায় অস্ট্রিয়ায় প্রবেশের সুবিধা রয়েছে বা যাঁদের কাছে শেনজেন ভিসা (ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির বিশেষ ভিসা) রয়েছে, তাঁদের বিমানবন্দরের বাইরে হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। অস্ট্রিয়ার অভিবাসন এবং নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে বাকি যাত্রীদের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। দ্রুত যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।