আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও কাণ্ডের জেরে ফুঁসছে গোটা দেশ। বুধবার দেশজুড়ে বিভিন্ন স্থানে হবে মক ড্রিল। ইতিমধ্যেই দেশের তিন বাহিনীকে সবুজ সঙ্কেত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার রাজস্থানে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে যুদ্ধের মহড়া সারবে ভারতীয় বিমান বাহিনী। 


এনডিটিভি সূত্রে খবর, রাতের দিকে এই বিমান মহড়া করবে ভারতীয় বিমান বাহিনী। প্রায় সাড়ে পাঁচ ঘন্টা ধরে চলবে এই বিমান মহড়া। এই সময় সেখানকার বিমানবন্দরে সমস্ত ধরণের বিমানের চলাচল বন্ধ করে দেওয়া হবে। 


বুধবার গোটা দেশজুড়ে হবে যুদ্ধের মহড়ায় মক ড্রিল। সেখানে বিশেষভাবে অংশ নেবেন সিভিল ডিফেন্সের কর্মীরা। এই ধরণের মক ড্রিল ১৯৭১ সালের পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর হয়নি। দেশের ৩০০ টি লোকেশনে হবে এই মক ড্রিল। 


মঙ্গলবার ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সেখানে ভারতীয় তিন বাহিনীর কর্তারাও ছিলেন।


বিগত সপ্তাহে এমনই একটি বৈঠকে প্রধানমন্ত্রী তিন বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। পহেলগাঁওতে যে জঙ্গি হামলা ঘটেছে তারপর থেকেই চড়েছে উত্তেজনার পারদ। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার একটি অংশ এই হামলা চালিয়েছে বলে স্বীকারও করেছে। এরপর থেকেই ঘরে বাইরে চাপে পাকিস্তান।


ভারত-পাকিস্তান সীমান্তে ইতিমধ্যেই তৈরি রয়েছে ভারতের তিন বাহিনী। রাজস্থানে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর এই মহড়ায় আরও চাপে পাকিস্তান। এবার কোন দিক থেকে তারা নিজেদের বাঁচাবে তা নিয়েই তারা চিন্তিত।