আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের আগ্রায় বুধবার রাতে এক মুসলিম যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মৃতের নাম গুলফাম, তিনি একটি বিরিয়ানির দোকানে কাজ করতেন। তাঁর ভাই সাইফ আলি, যিনি দোকান বন্ধ করার সময় তাঁর সঙ্গে ছিলেন, গুলিবিদ্ধ হয়ে সামান্য আহত হন।
ঘটনাটিকে ঘিরে উত্তেজনা ছড়ায়, যখন দুই ব্যক্তি নিজেদের 'গো-রক্ষক' দাবি করে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন এবং দাবি করেন, কাশ্মীরের পাহেলগাঁও হামলার প্রতিশোধ নিতে তাঁরা দুই মুসলিমকে গুলি করেছেন।
ভিডিওতে একজন নিজেকে মনোজ চৌধুরি বলে পরিচয় দেন এবং হুমকি দেন, “২৬-এর বদলে ২৬০০ না মারলে আমি ভারত মাতার সন্তান নই।” ভিডিওটি পরে ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলা হয়।
তবে আগ্রা পুলিশ জানিয়েছে, 'ক্ষত্রিয় গো-রক্ষা দল' নামে কোনও সংগঠন শহরে সক্রিয় নয়। পুলিশ এটিও জানিয়েছে যে প্রাথমিক তদন্তে কোনও ধর্মীয় পরিচয় যাচাইয়ের মতো ঘটনা ঘটেনি। নিহত গুলফামের ভাই সাইফও পুলিশকে জানিয়েছেন, আততায়ীরা নাম বা ধর্ম জিজ্ঞাসা করেনি, তারা হঠাৎ করেই গুলি চালায়।
পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, ঘটনার পেছনে খাবার সংক্রান্ত কোনও বিরোধ থাকতে পারে। গুলফামের তিন বন্ধুও পুলিশকে বলেননি যে এটি ধর্মীয় বিদ্বেষমূলক হামলা ছিল।
পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে এবং ঘটনার তদন্তে একাধিক টিম গঠন করা হয়েছে। এছাড়া, সামাজিক মাধ্যমে ভুল বা উস্কানিমূলক তথ্য ছড়ালে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।
