আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরে সাফল্যের পর দেশের প্রতিরক্ষা বাজেটে আরও বাড়তি জোর দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। অস্ত্র, গোলাবারুদ এবং প্রযুক্তি কেনার দিকেই এই অতিরিক্ত খরচের দৃষ্টি থাকবে। সূত্রের দাবি, কেন্দ্রীয় সরকার ৫০,০০০ কোটি টাকার একটি অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব দিয়েছে, যা শীতকালীন অধিবেশনে সংসদের অনুমোদন পেতে পারে।
এই অতিরিক্ত বরাদ্দের ফলে সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয় চাহিদা, অত্যাবশ্যকীয় সামরিক সরঞ্জাম কেনা এবং গবেষণা ও উন্নয়নের কাজেও বরাদ্দ হতে পারে।
চলতি অর্থবছরে কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষার জন্য রেকর্ড ৬.৮১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৯.৫৩% বেশি। ২০১৪-১৫ সালে যেখানে প্রতিরক্ষা বাজেট ছিল ২.২৯ লক্ষ কোটি টাকা, সেখানে ২০২৪-২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৬.৮১ লক্ষ কোটিতে। দেশের মোট বাজেটের ১৩.৪৫% এখন প্রতিরক্ষার জন্য নির্ধারিত।
সম্প্রতি পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ না করেই নয়টি সন্ত্রাসবাদী শিবির ধ্বংস করে দেয় ভারতীয় বাহিনী। 'অপারেশন সিঁদুর' নামক এই অভিযানে ভারতের সামরিক ক্ষমতা ও আধুনিক প্রযুক্তির উৎকর্ষ স্পষ্ট হয়ে ওঠে।
এই অভিযানে ভারতের মাল্টি-লেয়ারড এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের পাঠানো প্রায় সব ড্রোন ও ক্ষেপণাস্ত্রই প্রতিহত করে। রাশিয়ার দীর্ঘপাল্লার S-400 'ত্রিউম্ফ' এর পাশাপাশি ইজরায়েলি-সহায়তায় তৈরি বারাক-৮, দেশীয় আকাশ মিসাইল সিস্টেম এবং পেচোরা, ওএসএ-একে, এলএলএডি গানের মতো যুদ্ধপ্রসিদ্ধ ব্যবস্থাও মোতায়েন করা হয়েছিল।
১২ মে, প্রধানমন্ত্রীর ভাষণে তিনি বলেন, “এই অভিযানে আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্রের বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ব এখন বুঝেছে যে ২১ শতকের যুদ্ধে ‘মেড-ইন-ইন্ডিয়া’ অস্ত্রের সময় এসে গেছে।”
