আজকাল ওয়েবডেস্ক: ইডির পর এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করল সিবিআই। সোমবারেই আবগারি দুর্নীতি কাণ্ডে কেজরিওয়ালের বয়ান রেকর্ড করে সিবিআই। মঙ্গলবার রাতে তিহাড় জেল থেকে তাঁকে গ্রেপ্তার করেছেন সিবিআই আধিকারিকরা। বুধবার আদালতে হাজির করানো হবে কেজরিওয়ালকে।
আগামিকাল, বুধবার আবগারি দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় সুপ্রিম কোর্টে শুনানি। ঠিক তার আগের দিন সিবিআই গ্রেপ্তার করল আপ সুপ্রিমোকে। যা ঘিরে আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং মন্তব্য করেছেন, 'সুপ্রিম কোর্টে শুনানির পর মুখ্যমন্ত্রীর জামিন পাওয়ার সম্ভাবনা ছিল একশো শতাংশ। সিবিআই মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে।'
উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছিল নিম্ন আদালত। নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।