আজকাল ওয়েবডেস্ক: দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে ২০ বছরের জেল হয়েছে রাম রহিমের। কিন্তু সাজা ঘোষণার পর থেকে এই নিয়ে মোট ১৫ বার জেলের বাইরে পা রাখলেন অভিযুক্ত রাম রহিম সিংহ। সোমবার রোহতকের সুনারিয়া জেল থেকে ৪০ দিনের প্যারোলে মুক্তি পেলেন তিনি।

ডেরা কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, আগামী ৪০ দিন সিরসার ডেরা সদর দপ্তরেই কাটাবেন রাম রহিম। জানা গিয়েছে, ২০১৭ সালে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১৯ সালে এক সাংবাদিক খুনের মামলাতেও তাঁর জেল হয়েছিল। তবে রাম রহিমের এই বারবার জেলমুক্তি নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। কাকতালীয় ভাবে, নির্বাচনের ঠিক আগেই তিনি বারংবার প্যারোল পাচ্ছেন বলে দাবি সমালোচকদের। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লি নির্বাচনের আগে তিনি ৩০ দিনের প্যারোল পেয়েছিলেন। এর আগে ২০২৪ সালে হরিয়ানা বিধানসভা নির্বাচনের মাত্র চার দিন আগেও ২০ দিনের প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি। একইভাবে ২০২২ সালে পাঞ্জাব ভোটের ঠিক আগে তাঁকে ২১ দিনের ছুটি দেওয়া হয়েছিল।

শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির মতো শিখ সংগঠনগুলি এই বারবার প্যারোল মঞ্জুরের তীব্র প্রতিবাদ জানিয়েছে। যদিও গত বছর মে মাসে একটি খুনের মামলা থেকে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট তাঁকে মুক্তি দেয়। আদালতের মতে, সিবিআই-এর তদন্তে অনেক খামতি ছিল।

উল্লেখ্য, হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থানে রাম রহিমের প্রচুর অনুগামী রয়েছে। বিশেষ করে হরিয়ানার সিরসা, ফতেহাবাদ বা হিসারের মতো জেলাগুলিতে ডেরা অনুগামীদের সংখ্যা যে কোনও নির্বাচনের সমীকরণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে।


 
রাম রহিমের সর্বশেষ প্যারোলটি শনিবার (৩ জানুয়ারি) অনুমোদিত হয়েছে। তিনি কখন মুক্তি পাবেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না। স্বঘোষিত এই ধর্মগুরু ৪০ দিনের প্যারোলের সময়কালে তাঁর সিরসা-ভিত্তিক সংগঠনের সদর দপ্তরে কাটাবেন। অতীতে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে যখন জেল থেকে মুক্তি পাওয়ার পর রাম রহিম উত্তরপ্রদেশের বাগপত জেলার ডেরার আশ্রমে ছিলেন।

গত বছরের আগস্টে রাম রহিম সর্বশেষ জেল থেকে মুক্তি পেয়েছিলেন। সেবারও তাঁকে ৪০ দিনের প্যারোল দেওয়া হয়েছিল। ধর্ষণ ও হত্যা মামলায় দণ্ডিত রাম রহিম সিংয়ের ঘন ঘন মুক্তিতে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। গত আগস্টের আগে, তাঁকে ২০২৫ সালের এপ্রিলে ২১ দিনের ফার্লো এবং তারও আগে জানুয়ারিতে ৩০ দিনের প্যারোল দেওয়া হয়েছিল। ৫ ফেব্রুয়ারির দিল্লি বিধানসভা নির্বাচনের আগেই এই আসামির প্যারোলে মুক্তি নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল।

একইভাবে, হরিয়ানায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কয়েক দিন আগে, ২০২৪ সালের ১ অক্টোবর তাঁকে ২০ দিনের প্যারোল মঞ্জুর করা হয়েছিল। ২০২৪ সালের আগস্টে রাম রহিম ২১ দিনের ফার্লো পেয়েছিলেন। তার আগের ফার্লোটি ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি থেকে তিন সপ্তাহের জন্য মঞ্জুর করা হয়েছিল। সেটি পাঞ্জাব বিধানসভা নির্বাচনের মাত্র দু'সপ্তাহ আগে ছিল।

ডেরা সাচা সৌদার হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান এবং আরও কয়েকটি রাজ্যের বিভিন্ন অংশে উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী রয়েছে। সিরসা, ফতেহাবাদ, কুরুক্ষেত্র, কাইথাল এবং হিসার-সহ হরিয়ানার একাধিক জেলায় ডেরা অনুগামীদের পোক্ত উপস্থিতিও রয়েছে।