আজকাল ওয়েবডেস্ক:  নিট কেলেঙ্কারি নিয়ে উত্তাল গোটা দেশ। তেজস্বীর নাম করে বারে বারে অভিযোগ তুলেছে বিজেপি। তবে এবার পাল্টা বিপাকে পড়ল বিজেপি। আরজেডির পক্ষ থেকে পাল্টা প্রশ্নফাঁস কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড অমিত আনন্দের সঙ্গে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর  ছবি প্রকাশ্যে আনা হল। তেজস্বীর দলের দাবি, নিটে অভিযুক্ত অমিতের সঙ্গে যোগ রয়েছে প্রভাবশালী মন্ত্রীদের। সেই ছবি এখন সামাজিক মাধ্যম থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
নিটের প্রশ্নপত্র বিক্রি হয়েছিল ৩০-৩২ লক্ষ টাকায়! দিন দুই আগেই বিস্ফোরক স্বীকারোক্তি করেন প্রশ্নফাঁস মামলায় গ্রেপ্তার হওয়া ‘মাস্টারমাইন্ড’ অমিত আনন্দ। পাটনার বাসিন্দা অমিত প্রশ্নফাঁস মামলায় বিহার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অমিত বেআইনি ভাবে একটি কোচিং তথা পরামর্শদাতা সংস্থা চালাতেন। তবে আরজেডিকে বিঁধতে গিয়ে এবার বিপাকে খোদ বিজেপিই।