আজকাল ওয়েবডেস্ক: গত তিন বছরে দেশ জুড়ে ঝাঁপ বন্ধ হয়েছে প্রায় ৪৫ হাজারের কাছাকাছি টেলিফোন বুথ বা পাবলিক কলিং অফিস (পিসিও)-এর। বুধবার সংসদে এই তথ্য জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানি।

সংসদে তিনি জানিয়েছেন, দেশে পিসিও-র সংখ্যা কমে যাওয়ার জন্য মোবাইল প্রযুক্তির গ্রহণযোগ্যতা এবং সস্তার মোবাইল পরিষেবাই দায়ী। তিনি বলেন, "বহু দিন ধরেই দেশের বিভিন্ন পিসিও বন্ধ হয়ে যাচ্ছিল। গত তিন বছরে দেশ জুড়ে ৪৪ হাজার ৯২২টি পিসিও বন্ধ হয়ে গিয়েছে। '' তিনি আরও জানিয়েছেন, ৩০ জুন ২০২৪-এর পরিসংখ্যান অনুযায়ী, দেশ জুড়ে চালু রয়েছে শুধু মাত্র ১৬ হাজার ৯৫৮টি পিসিও। এর মধ্যে ১৫১৯টি রয়েছে গ্রামে এবং ১৫ বাজার ৪৩৯টি রয়েছে শহরে। 

মহারাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক টেলিফোন বুথ চালু রয়েছে এখনও।  এই রাজ্যের শহুরে এলাকায় ৪৩১৪টি এবং গ্রামীণ এলাকায় ৪২টি বুথ চালু রয়েছে। তামিলনাড়ুতে ২৮০৯টি পিসিও শহরে এবং ৩০৫টি গ্রামীণ এলাকায় চালু রয়েছে। কেরলের শহরাঞ্চলে ১৫২৯টি এবং গ্রামাঞ্চলে ৫৫৭টি বুথ চালু রয়েছে। তেলঙ্গানার শহরে ১১১৫টি এবং গ্রামে ৩৭টি টেলিফোন বুথ চালু রয়েছে। গুজরাতে ১১৭৪টি পিসিও শহরে এবং ২৬টি গ্রামাঞ্চলে চালু রয়েছে এখনও। বেশ কিছু রাজ্য এমনও আছে যেখানে কোনও পিসিও বুথ অবশিষ্ট নেই বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।