আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হয়েছেন আপ সুপ্রিমো, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপ সমর্থকদের বিক্ষোভ-প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে দিল্লি। মঙ্গলবার আপের কর্মসূচি প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করা। আপের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, সুপ্রিমোর গ্রেপ্তারির প্রতিবাদে হোলি খেলবে না দিল্লির শাসক দল। সেদিন ঘেরাও করা হবে মোদির বাসভবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার সকাল থেকেই দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা। মনে করা হচ্ছে বিক্ষোভের কারণে দিল্লির একাধিক জায়গায় ব্যাহত হতে পারে যান চলাচল। প্রধানমন্ত্রীর বাসভবনের চারপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে ইতিমধ্যে, যাতে সেখানে প্রতিবাদ দেখাতে না পারেন বিক্ষভকারীরা। বৃহস্পতিবার দীর্ঘ জিজ্ঞাসাবাদ এবং বাড়িতে তল্লাশির পর গ্রেপ্তার করা হয়েছিল আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে। গ্রেপ্তারির পর তিনি বলেছেন, জীবন উৎসর্গীকৃত দেশের জন্য। অন্যদিকে আপের তরফেও সাফ জানানো হয়েছে, প্রয়োজনে জেলে বসেই সরকার চালাবেন কেজরিওয়াল। ইতিমধ্যে হেফাজতে থাকাকালীন অবস্থায় একটি নির্দেশিকাও দিয়েছেন তিনি। দেশের ইতিহাসে যা প্রথম।