আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনের মাধ্যমে তৈরি হয়েছিল ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটি। সেই কমিটিকে এবার সাসপেন্ড করে দিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিংয়ের সভাপতিত্বে ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটি তৈরি হয়েছিল। কিন্তু এই সিদ্ধান্তের পরই ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় কুস্তিগিররা। কুস্তি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন সাক্ষী মালিক। ভারতের আরেক কুস্তিগির বজরং পুনিয়া পদ্মশ্রী ফেরানোর সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখাও করতে যান পুনিয়া। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি তিনি। নির্বাচিত হওয়ার পরই জাতীয় অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-২০ স্তরের প্রতিযোগিতার কথা ঘোষণা করেন সঞ্জয়। তিনি বলেন, উত্তরপ্রদেশের গোন্ডায় এই প্রতিযোগিতা হবে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের মনে হয়েছে পরিকল্পনা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও ধরণের নিয়মের তোয়াক্কা করেননি সঞ্জয় সিং। সেই কারণ দেখিয়েই নতুন কমিটিকে সাসপেন্ড করে দেওয়ার সিদ্ধান্ত নিল ক্রীড়া মন্ত্রক।
