আজকাল ওয়েবডেস্ক: সংসদে নিরাপত্তায় গাফিলতির জেরে সাসপেন্ড করা হল আটজন পুলিশ আধিকারিককে। বুধবারই সংসদে হঠাৎই ঢুকে পড়ে দুই ব্যক্তি। তাদের কাছে ছিল স্মোক বম্বও। তারা দুজনেই সাংসদদের টেবিল টপকিয়ে স্পিকারের কাছে যাওয়ার চেষ্টা করে। এরপর তারা স্পিকারের দিকে এগোনোর চেষ্টা করে। তবে তার আগেই সাংসদরাই হিরোর মত তাদেরকে ধরে ফেলে। ঘটনার জেরে চারজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম সাগর শর্মা, ডি মনোরঞ্জন, নীলম আজাদ এবং অমল শিণ্ডে। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে। বুধবারের এই ঘটনার জেরে সংসদের কাজ বন্ধ হয়ে যায়। সমস্ত সাংসদরাই কক্ষের বাইরে বেরিয়ে আসেন। পুলিশ সূত্রে খবর, বিগত ১৮ মাস ধরেই এই পরিকল্পনা করছিল ধৃতরা। তাদের নিজস্ব একটি সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে যার নাম ভগৎ সিং ফ্যান ক্লাব। সংসদে জঙ্গি হামলার ২২ বছর পূর্তির দিনেই এই ধরণের ঘটনা সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে সেকথা বলার অপেক্ষা রাখে না।