আজকাল ওয়েবডেস্ক: দোকানের মধ্যেই দলিত নাবালিকার শ্লীলতাহানি। জিনিসপত্র হাতে তুলে দেওয়ার সময় নাবালিকার শ্লীলতাহানি করে ৭০ বছরের এক বৃদ্ধ দোকানি। ঘটনাটি ফাঁস হতেই দ্রুত তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারপরেও বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৩ সেপ্টেম্বর, মঙ্গলবার ঘটনাটি উত্তরপ্রদেশের সীতাপুরে। ওই জেলার একটি গ্রামে দলিত নাবালিকার শ্লীলতাহানির ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, সেদিন মুদি দোকানে জিনিসপত্র কিনতে গিয়েছিল নাবালিকা। তার হাতে বৃদ্ধ দোকানি জিনিসপত্র তুলে দেওয়ার সময় শ্লীলতাহানি করে। দোকানের খানিকটা দূরে দাঁড়িয়ে সেটিই ফোনে ক্যামেরাবন্দি করেন এক ব্যক্তি। সেই মুহূর্তটি সমাজমাধ্যমে ছড়িয়ে দেন তিনি। 

 

ভিডিও ভাইরাল হতেই বৃদ্ধের গ্রেপ্তারির দাবিতে সরব হন নেটিজেন থেকে সাধারণ মানুষ। ভিডিওটি নজরে পড়তেই দ্রুত থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। তাঁর অভিযোগের ভিত্তিতে ৭০ বছরের বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃদ্ধের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এবং পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এখনও বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত জারি রয়েছে।