আজকাল ওয়েবডেস্ক: দুপুরবেলা ঘুমিয়ে ছিলেন সকলে। আচমকা দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। পালানোর সুযোগটুকুও পেলেন না কেউ। ঘুমন্ত অবস্থাতেই মৃত এক পরিবারের ৭ জন। মৃতদের মধ্যে ৫ জন নাবালক।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের ইব্রাহিমপুর গ্রামে। স্থানীয় সূত্রে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, ওই ঘরের পাশে ইলেকট্রনিক ট্রান্সফরমারে শার্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে।
মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।