আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশে। গাড়িতে সজোরে ধাক্কা বেপরোয়া ট্রাকের। চালকের ভুলে প্রাণ হারালেন ছ'জন। আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধেয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে রানিতালি গ্রামে। বারাণসী- শক্তিনগর রাজ্য সড়কে যাত্রীবাহী গাড়িতে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছ'জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহতদের মধ্যে দু'জন মহিলা এবং একজন পুরুষ রয়েছেন। 

পুলিশ আরও জানিয়েছে, ট্রাকটি আচমকা উল্টোদিকে চলে আসে। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক চালক গাড়ির মুখোমুখি সজোরে ধাক্কা মারেন। পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। দুর্ঘটনায় ট্রাক চালক এবং গাড়ির চালক দু'জনেই প্রাণ হারিয়েছেন। গাড়ির আরও চারজন সদস্যের মৃত্যু হয়েছে। 

স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।