আজকাল ওয়েবডেস্ক:  প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ ৫৮ জন স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়াতে। জানা গিয়েছে রেওয়া জেলায় একটি সরকারি স্কুলে প্রজাতন্ত্র দিবসের খাবার খাওয়ার পরই সেখানকার শিশুরা অসুস্থ হয়ে পড়ে। তবে বর্তমানে সকলেই সুস্থ রয়েছেন বলেই খবর। স্কুল সূত্রে খবর, প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের পর শিশুদেরকে লুচি-সব্জি এবং লাড্ডু খেতে দেওয়া হয়। এরপরই তারা অসুস্থ হয়ে পড়ে। তাঁদের বমি হতে শুরু করে। সঙ্গে সঙ্গেই তাঁদেরকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের সেবা করা হয়। তবে একটি মেয়ের পরিস্থিতি কিছুটা অবনতি হওয়ায় তাঁকে স্থানীয় একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খাবারে বিষক্রিয়া থেকেই এই ঘটনা ঘটেছে বলে চিকিৎসকরা জানিয়েছে।