আজকাল ওয়েবডেস্ক : উত্তরাখণ্ডে ফের বিপত্তি। ধসের জেরে ৫০ জন পুন্যার্থী এবং স্থানীয় বাসিন্দা আটকে পড়লেন। উত্তরাখণ্ডের মদমহেশ্বর মন্দিরের কাছে আটকে পড়েছেন এই পুন্যার্থীরা। ফলে বৃহস্পতিবার থেকেই এই রাস্তায় যাত্রা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকেই ভারী বৃষ্টি হয় এই এলাকায়। ফলে ধস নামে এই এলাকায় বিস্তীর্ণ অংশে।

জানা গিয়েছে মারকান্ড নদীর উপর একটি কাঠের সেতু রয়েছে। সেই সেতুটি একেবারে জলের তলায় ভেসে গিয়েছে। ফলে সেতু দিয়ে কেউ যাতায়াত করতে পারছে না। ফলে বাড়তি চাপে পুন্যার্থীরা। এখানে পঞ্চ কেদারের একটি মন্দির রয়েছে। এই মন্দিরটি ১১ হাজার ফুট উচ্চতায় রয়েছে। এই মন্দির দর্শন করতে হলে পাহাড় ট্রেকিং করে যেতে হয়। তবে সেই পথ এখন বন্ধ রয়েছে।

অন্যদিকে আইএমডির পক্ষ থেকে এই এলাকায় অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে বন্ধ করার কথা ঘোষণা করেছে। এবার যারা সেখানে আটকে পড়লেন তাঁদের কীভাবে সেখান থেকে বের করে আনা হবে তা নিয়ে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। তারা এসেই পরিস্থিতি সামাল দেবে বলেই খবর।