আজকাল ওয়েবডেস্ক: দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভয়াবহ দুর্ঘটনা বেঙ্গালুরুতে। তাসের ঘরের মতো ভেঙে পড়ল বহুতল নির্মীয়মাণ ভবন। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হল পাঁচজন শ্রমিকের। আহত আরও একাধিক শ্রমিক। এখনও আরও অনেকজন ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন। জোরকদমে চলছে উদ্ধারকাজ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছিল বেঙ্গালুরুর হেন্নুর অঞ্চলের বাবুসাপালিয়ায়। নির্মীয়মাণ ভবনে ২১ জন শ্রমিক কাজ করছিলেন। ভারী বৃষ্টির মাঝে আচমকা ভবনটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তাতেই চাপা পড়েন শ্রমিকরা। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ বাহিনী, দমকল, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

 

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা গেছে। তাঁদের মধ্যে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ ভারি বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে চলছে উদ্ধারকাজ। এখনও অনেকে আটকে আছেন। মৃতের সংখ্যা বাড়তে পারার আশঙ্কা রয়েছে। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

 

বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ভবনটি বেআইনিভাবে তৈরি হচ্ছিল। চারতলার অনুমতি পেলেও সাততলা বানানো হয়েছিল সেটি। ভারী বৃষ্টিতে তাতেই ঘটে বিপত্তি। দোষীদের কড়া শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।