আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর থেকে ৪৮ জন পূর্ণ্যার্থীকে নিয়ে গুজরাটের দ্বারকায় যাচ্ছিল একটি বাস। মাঝ পথে সেই বাস দুর্ঘটনার কবলে পড়ে। রবিবার ভোরে গুজরাটের ডাং জেলায় ওই পূণ্যার্থী বোজাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩৫ ফুট গভীর পাহাড়ি খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম হয়েছেন ১৭ জন তীর্থযাত্রী। এঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপারিনটেনডেন্ট এসজি পাতিল জানিয়েছেন, ভোর সওয়া চারটে নাগাদ সাপুতারা পাহাড়ি স্টেশনের কাছে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেচেন, "পাঁচজন তীর্থযাত্রী মারা গিয়েছেন, এঁদের মধ্য়ে ২ জন মহিলা। এবং ১৭ জন গুরুতর আহত হয়েছেন। আবতদের আহওয়া সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন। উদ্ধার অভিযান প্রায় শেষ।"

তীর্থযাত্রীরা মধ্যপ্রদেশের গুনা, শিবপুরি এবং অশোক নগর জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।