আজকাল ওয়েবডেস্ক: নিরাপত্তা বাড়িয়েও বোমাতঙ্ক দূর হচ্ছে না। গত কয়েকদিন ভারতীয় সমস্ত বিমান সংস্থায় ঘনঘন বোমা হামলার হুমকি উড়ে এসেছে। যার সবগুলিই ভুয়ো। তবুও ভুয়ো হুমকি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। বিমানে এবং দেশের মধ্যে নিরাপত্তা নিয়েও বারবার উঠছে প্রশ্ন। বোমা হামলার হুমকি রুখতে আইন সংশোধন করার চিন্তাভাবনা করছে কেন্দ্রের সরকার।
সূত্রের খবর, গত দুই সপ্তাহে অন্ততপক্ষে ৪০০টি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছে। রবিবারেও ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট, ভিস্তারার একাধিক বিমানে বোমা হামলার হুমকি দেওয়া ই-মেল পাঠানো হয়েছে। ইতিমধ্যে বোমা বিস্ফোরণের হুমকি ঘিরে তদন্ত শুরু করেছে এনআইএ। বিভিন্ন তদন্তকারী সংস্থাও এদের সাহায্য করছে।
তদন্তে জানা গিয়েছে, অধিকাংশ হুমকিই সোশ্যাল মিডিয়া মারফত আসছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু জানিয়েছেন, ভুয়ো বোমা হামলার হুমকি যারা দিচ্ছে, তাদের বিমানে ওঠা পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনার কথা ভাবা হচ্ছে। আইন শংসোধনের কথাও চিন্তাভাবনা করা হচ্ছে। ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়ে কেউ ধরা পড়লে, দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তি এবং জরিমানা করা হবে।
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, বেশিরভাগ ভুয়ো হুমকি আসছে সোশাল মিডিয়া থেকে। সমাজমাধ্যমগুলির উদ্দেশে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। বোমাতঙ্কের জেরে বিমান পরিষেবাও বারবার ব্যাহত হচ্ছে। যার জন্য দ্রুত কড়া পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র।
