আজকাল ওয়েবডেস্ক: গাজা উপত্যকায় ক্রমাগত হামলা চালাচ্ছে ইজরায়েলি বাহিনী। নিহত হচ্ছেন দুই পক্ষের সৈন্যরাই। বাড়িতে বাড়িতে হামাসের সঙ্গে লড়াই চলছে ইজরায়েলের। তবে স্পষ্ট করে কিছু জানায়নি ইজরায়েল। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রসংঘ জানিয়েছে, যুদ্ধবিরতি না হলে মিশরে যেতে বাধ্য হবে গাজার উদ্বাস্তুরা। বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় অব্যাহত রয়েছে ইজরায়েলের বিমান, স্থল এবং নৌ হামলা।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১০ জনের মৃত্যু হয়েছে। পুরো খান ইউনিস শহর ট্যাঙ্ক দিয়ে ঘিরে ফেলেছে ইজরায়েলি বাহিনী। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে জাবালিয়ায় ত্রাণ শিবিরও। আটকা পড়েছেন কয়েক হাজার মানুষ। স্থানীয়রা জানিয়েছেন তাঁদের কাছে খাবার এবং জলের জোগান পর্যন্ত নেই। ইজরায়েল এবং হামাসের এই সংঘাতে এখনও পর্যন্ত সাড়ে ১৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৭০ শতাংশই শিশু এবং মহিলা।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১০ জনের মৃত্যু হয়েছে। পুরো খান ইউনিস শহর ট্যাঙ্ক দিয়ে ঘিরে ফেলেছে ইজরায়েলি বাহিনী। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে জাবালিয়ায় ত্রাণ শিবিরও। আটকা পড়েছেন কয়েক হাজার মানুষ। স্থানীয়রা জানিয়েছেন তাঁদের কাছে খাবার এবং জলের জোগান পর্যন্ত নেই। ইজরায়েল এবং হামাসের এই সংঘাতে এখনও পর্যন্ত সাড়ে ১৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৭০ শতাংশই শিশু এবং মহিলা।
