আজকাল ওয়েবডেস্ক: পাশবিক বললেও বোধহয় কম বলা হয়। অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে এক তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল আত্মীয়র বিরুদ্ধে! জানা গেছে, অভিযুক্ত ২২ বছরের ওই যুবক শুক্রবার শিশুকন্যাকে চকোলেটের লোভ দেখিয়ে ক্ষেতের মধ্যে নিয়ে যায়। তারপর ধর্ষণের পর খুন করে দেহ আগুনে পুড়িয়ে দেয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি দীর্ঘক্ষণ হয়ে গেলেও বাড়ি না ফেরায় মা–বাবা খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজ ডায়রিও করা হয় পুলিশে।
পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবককে প্রথমে আটক করে। টানা জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করে অভিযুক্ত। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। শিশুকন্যার অর্ধদগ্ধ দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
দোষীর কড়া শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।
