আজকাল ওয়েবডেস্ক: শনিবার এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন কয়েকজন। ঘটনাটি ঘটে জলন্ধর-অমৃতসর জাতীয় মহাসড়কের গাদানা গ্রামের কাছে। দুই মহিলা সহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। আরও ১৪ জন আহত। খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলেই পৌঁছয়৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, একটি পিক-আপ গাড়ি ডেরা বিয়াসে যাচ্ছিল। আচমকা রাস্তা দিয়ে আসা আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে পিক-আপ গাড়ির৷ দুর্ঘটনার জেরে পিক-আপ গাড়ির ৩ জন ঘটনাস্থলেই নিহত হন৷ ১৪ জন আহত৷ আহত যাত্রীদের ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসা চলছে৷ 

নিহতদের শনাক্ত করা গিয়েছে।  কল্যাণ সিং (৬০), তাঁর স্ত্রী পারভীন কুমারী (৫৮) এবং ১৯ বছর বয়সী এক তরুণী। সকলেই হোশিয়ারপুর জেলার বাসিন্দা পুলিশ সূত্রে খবর। 

পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে। সংঘর্ষ হওয়ার মুহুর্তে কী হয়েছিল তা জানার চেষ্টা চলছে৷ বর্তমানে ঘটনার সমস্ত দিকের তদন্ত জারি রয়েছে৷