আজকাল ওয়েবডেস্ক: সামনেই উৎসবের মরশুম শুরু। তার ঠিক দিন কয়েক আগেই বেআইনি বাজির কারখানায় আবারও ভয়াবহ বিস্ফোরণ। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। গুরুতর আহত হয়েছেন আরও সাতজন শ্রমিক। আহতদের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার বেআইনি বাজির কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে হরিয়ানায়। সোনিপাত জেলায় বেদ নামের এক ব্যক্তি নিজের বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি করতেন। কারখানায় কাজ করতেন আরও একাধিক শ্রমিক। এদিন দুপুরে আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের জেরে আশেপাশের বাড়িও ক্ষতিগ্রস্ত।
স্থানীয়দের থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী, দমকলের একাধিক ইঞ্জিন, ফরেন্সিক টিম। ঘটনাস্থল থেকে তিনজনের দেহ উদ্ধার করেছে তারা। আরও সাতজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় দ্রুত। তাঁরা সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে।
পুলিশ জানিয়েছে, বেআইনি বাজির কারখানায় প্রচুর রাসায়নিক মজুত ছিল। সেগুলো থেকেই বিস্ফোরণ ঘটে। গোটা বাড়িতে আগুন জ্বলে যায়। বাজির কারখানার মালিক বেদ দুর্ঘটনার পরেই পলাতক। তাঁর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে।
