আজকাল ওয়েবডেস্ক: অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ। ২৯ টি জেলার ২১ লক্ষ মানুষ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত। এখানেই শেষ নয়, আগামী কয়েকদিন আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অসমের প্রধান নদীগুলি সবই বিপদসীমার উপর দিয়ে বইছে। ব্রক্ষ্মপুত্রের জল ফুলে ফেঁপে উপচে পড়েছে। কৃষিজমি থেকে শুরু করে বসবাসের বাড়ি সবই এখন জলের তলায়। এদিকে বন্যা এবং ধসের ফলে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই ৬২ জনের মৃত্যুর খবর মিলেছে। বন্যায় গৃহবন্দি হয়ে রয়েছেন ২১ লক্ষের বেশি মানুষ। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত অসমের ধুবড়ি জেলা। এছাড়া দারাং, চাঁচর, বারপেটা এবং গোলাঘাটের পরিস্থিতি বেশ চিন্তার। ৬৯৮ টি ত্রাণ শিবিরে ৩৯ হাজারের বেশি মানুষকে রাখা হয়েছে। এখানেই শেষ নয়, আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।