আজকাল ওয়েবডেস্ক: আচমকা কুঁড়েঘরে হাতির হামলা। ঘরের মধ্যে ঢুকে দুই বোনকে পিষে দিল হাতিটি। ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হল দুই নাবালিকার। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া ওড়িশায়। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার ঘটনাটি ঘটেছে ওড়িশার সুন্দরগড় জেলায়। বোনাই ফরেস্ট ডিভিশনের কন্টাপল্লি গ্রামে আচমকা হাতিটি ঢুকে হামলা চালায়। রবিবার রাতে ওই গ্রামেরই একটি কুঁড়েঘরে হামলা চালায়। হাতির হামলায় কুঁড়েঘরের একটি দিকে ধসে পড়ে। হাতটিকে দেখেই বাড়ির অন্যান্য সদস্য এবং স্থানীয় বাসিন্দারা ছুটে পালিয়ে যান। কিন্তু ঘরের মধ্যে আটকে পড়ে দুই বোন। 

বন দপ্তর জানিয়েছে, হাতিটি আচমকা হামলা চালানোয় দুই নাবালিকাকে কেউ উদ্ধার করতে পারেননি। ঘরে ঢুকে দুই বোনকে পিষে দেয় হাতিটি। দুই বোন একসঙ্গে ঘুমাচ্ছিল। ঘুমন্ত অবস্থায় হাতির হামলায় তাদের মৃত্যু হয়েছে। হাতিটি এখনও ওই গ্রামের আশেপাশে ঘোরাঘুরি করছে। দল থেকে বেরিয়ে হাতিটি একাই জঙ্গলে ঘুরছে। তার উপর নজর রাখছেন বন দপ্তরের কর্মীরা। ওড়িশা সরকারের তরফে মৃত নাবালিকাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।