আজকাল ওয়েবডেস্ক: ২০২৩ সালে ২৫ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে প্রাণ হারিয়েছে ১৭৭টি বাঘ। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১৭৭টি মৃত বাঘের মধ্যে ৪০ শতাংশ ব্যাঘ্রশাবক ও অপ্রাপ্তবয়স্ক। তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র।
চলতি বছরে মহারাষ্ট্রে ৪৫টি বাঘের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশে প্রাণ হারিয়েছে ৪০টি। উত্তরাখণ্ডে ২০টি, তামিলনাড়ুতে ১৫টি ও কেরলে ১৪টি বাঘ মারা গিয়েছে।
বর্তমানে ভারতে ৩১৬৭টি বাঘ রয়েছে বলে জানা যাচ্ছে। পরিবেশ মন্ত্রক জানিয়েছে, বাঘ সংরক্ষণ করা হয় এমন জায়গার বাইরেই ৫৪ শতাংশ বাঘের মৃত্যু হয়েছে।