আজকাল ওয়েবডেস্ক: নেশা করেই দিন কাটে। পড়াশোনার কোনও নাম নেই। গাঁজার নেশাই সর্বনাশ ডেকে আনল। নেশাগ্রস্ত অবস্থায় বিড়ি চাইতে গিয়েছিল। বিড়ি না পেয়েই রাগে ফুঁসতে থাকে সে। অবশেষে প্রকাশ্যে যুবককে খুনের চেষ্টা ১৬ বছরের এক কিশোরের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে নয়া দিল্লিতে। পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব দিল্লির পান্ডব নগরে। মাদকের নেশায় চুর হয়ে ১৬ বছর বয়সি এক কিশোরের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। এক যুবকের কাছ থেকে বিড়ি চেয়েছিল সে। কিশোরকে বিড়ি দিতে অস্বীকার করেন ওই যুবক। এর জেরেই যুবককে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে কিশোরের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ঘটনাটি পুলিশের নজরে পড়ে সোমবার সকালে। ইমার্জেন্সি রেসপন্স টিম এক ঝোঁপের কাছে একদল কুকুর ঘোরাফেরা করতে দেখেছিল। তা দেখেই প্রথমে সন্দেহ হয়। ঘটনাস্থলে পৌঁছেই দেখা যায়, অচৈতন্য অবস্থায় ক্ষতবিক্ষত হয়ে এক যুবক লুটিয়ে পড়ে আছেন। তাঁর পেটে ও বুকে আঘাতের গভীর ক্ষতচিহ্ন ছিল।
তড়িঘড়ি করে যুবককে উদ্ধার করে লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে যুবকের নাম, কৃষ্ণ সাহানি। তিনি দিল্লির বাসিন্দা। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। জ্ঞান ফিরতেই যুবক চিকিৎসক ও পুলিশকে জানিয়েছেন, তাঁর কাছে এক কিশোর বিড়ি চেয়েছিল। তা দিতে অস্বীকার করেছিলেন তিনি। এরপরই তাঁকে ধারালো ছুরি দিয়ে একাধিকবার কোপাতে শুরু করে।
কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়েই সঞ্জয় লেক গার্ডেনের পাশ থেকে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকেই খুনের চেষ্টায় ব্যবহৃত রক্তমাখা ছুরিও উদ্ধার করেছে তারা। দীর্ঘ পুলিশি জেরায় সে স্বীকার করেছে, মাদকের নেশায় চুর ছিল। অষ্টম শ্রেণির পর আর পড়াশোনা করেনি। ঘটনার দিন গাঁজার নেশা করেছিল। নেশাগ্রস্ত অবস্থাতেই খুনের চেষ্টা করে।
গত অক্টোবরেই এমন আরেকটি ঘটনা ঘটেছিল। বিড়ি চাইতে গিয়েই ঘটল বিপত্তি। বিড়ি না পেয়ে বচসায় জড়িয়ে পড়েন ২৬ বছরের এক তরুণ। এই বচসার জেরেই ভয়ঙ্কর পরিণতি। পরিকল্পনামাফিক তাঁকে খুন করে ড্রেনে ভাসিয়ে দিল কয়েকজন। যদিও ধামাচাপা থাকল না ঘটনাটি। খুনের কয়েকদিন পরেই পুলিশি হেফাজতে তিন অভিযুক্ত।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। পুলিশ সূত্রে জানা গেছে, নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে রাইপুরের অভনপুরের আমনের গ্রামে। বৃহস্পতিবার ২৬ বছর বয়সি সোনু পালকে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোদা পুলের কাছে একটি ড্রেনে সোনুর দেহ ভাসতে দেখা গিয়েছিল চলতি সপ্তাহে।
পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তরা হল, সুমিত, অজয় ও গুলশান। তাদের প্রত্যেকের বয়স ২৬ বছরের আশেপাশে। দীর্ঘ পুলিশি জেরায় খুনের ঘটনাটি স্বীকার করে নিয়েছে সকলে। চলতি সপ্তাহে ড্রেনে দেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিয়েছিলেন। তরুণের দেহে ও মুখে আঘাতের চিহ্ন ছিল স্পষ্ট। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশ আধিকারিক জানিয়েছেন, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মৃত তরুণকে শনাক্ত করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঘটনার আগেরদিন রাতে অভনপুরে এক মদের দোকানের বাইরে বসে মদ্যপান করছিলেন সোনু। সেখানেই অভিযুক্তদের সঙ্গে বচসা হয় তাঁর। যার শেষমেশ ভয়ঙ্কর পরিণতি ঘটে।
জানা গেছে, সোনু আলাদাই মদ্যপান করছিলেন। অভিযুক্তদের কাছে গিয়ে একটি বিড়ি চেয়েছিলেন। কিন্তু বিড়ি দিতে রাজি হয়নি অভিযুক্তরা। তখনই ওই তরুণদের সঙ্গে ঝামেলা শুরু করে সোনু। কিছুক্ষণ পর সোনুকে আরও নেশাদ্রব্য দেওয়ার টোপ দিয়ে নির্জন এলাকায় নিয়ে যায় অভিযুক্তরা। সেখানেই সোনুকে ব্যাপক আঘাত করে খুন করে তারা। দেহটি সেই ড্রেনে ফেলে পালিয়েও যায়। ঘটনার কয়েক ঘণ্টা পর অবশেষে পুলিশের জালে অভিযুক্ত তিন তরুণ।
