আজকাল ওয়েবডেস্ক: চার মাসের শিশুকে নৃশংসভাবে খুন। শিশুটি তার প্রেমিকার সন্তান ছিল। বাড়িতে অশান্তির ভয়ে প্রেমিকার সন্তানকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দিতে চেয়েছিল। খুন করেই একথা জানিয়েছে ১৫ বছরের এক কিশোর। ইতিমধ্যেই তাকে আটক করেছে পুলিশ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হাড়হিম হত্যাকাণ্ডটি ঘটেছে গুজরাটের ভালসাদ জেলায়। শনিবার পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর পর থানায় অভিযোগ জানিয়েছিল তার মা। অভিযোগের ভিত্তিতে শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতে ১৫ বছর বয়সি কিশোরকে আটক করা হয়েছে। 

মৃত শিশুর মা পুলিশকে জানিয়েছে, ১৩ জানুয়ারি সে বাজারে গিয়েছিল। বাড়িতে ফিরে দেখে, শিশুটি অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। কিশোর জানিয়েছিল, অসাবধানতাবশত বিছানা থেকে শিশু পড়ে গিয়েছিল। মাথায় তাই চোট পেয়েছে। তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে, শিশুটির মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। 

এরপর ১৪ জানুয়ারি কিশোর বাড়ি থেকে পালিয়ে যায়। তখনই সন্দেহ তার প্রেমিকার। অভিযোগের ভিত্তিতে ভিন রাজ্যে পুলিশ গিয়ে কিশোরের খোঁজে তল্লাশি অভিযান চালায়। অবশেষে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে তাকে আটক করা হয়েছে। পুলিশি জেরায় খুনের ঘটনাটি স্বীকার করে সে জানিয়েছে, পরিবারের কেউ সম্পর্কটি মেনে নেননি। প্রেমিকার আগের পক্ষের সন্তানকেও কেউ মেনে নেবেন না। এই কারণেই সন্তানটিকে খুনের পরিকল্পনা করেছিল সে।