আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি রাজস্থানে অস্বাভাবিক এক ঘটনা ঘটে৷ ১৩ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে ৮ বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে চুরু জেলার সদর থানা এলাকায়। পুলিশের প্রাথমিক অনুসন্ধান অনুসারে, অভিযুক্ত নাবালক মোবাইল ফোনে ভয়ানক আসক্ত। ঘটনা জানাজানি হতে হুলুস্থুল।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনার তারিখ ১৬ জুন। নির্যাতিতার বাবা-মা তাঁদের ৮ বছর এবং তার চেয়েও কম বয়সী দুই মেয়েকে বাড়িতে একা রেখে মাঠে কাজ করতে যান। সেই সময়ে ১৩ বছর বয়সী ওই তরুণ তাঁদের বাড়িতে আসে। খবর অনুসারে, ওই তরুণ তাঁদের পরিবারের আত্মীয়। অভিযোগ এসছে ৮ বছর বয়সী নাবালিকাকে প্রথমে শারীরিকভাবে নির্যাতন করে ওই বালক৷ তারপর তাকে ধর্ষণ করে।
সন্ধ্যায় তার বাবা-মা ফেরার পর শিশুটি এই ঘটনা জানায় তাঁদের। পরিবারের সদস্যরা অবিলম্বে চুরু মহিলা থানায় যোগাযোগ করেন। ওখানেই শিশুর মা একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করে। অভিযুক্ত নাবালককে আটক করা হয়। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য শিশু কল্যাণ কমিটির (সিডব্লিউসি) সামনে হাজির করা হবে বলে জানা যায়। পুলিশ জেলা হাসপাতালে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করে।
তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত নাবালক মোবাইল ফোনে চুড়ান্ত আসক্ত। তরুণের মানসিক অবস্থা পরীক্ষা করে দেখছেন তাঁরা। অভিযুক্তের এহেন কাজের পিছনে অন্য কোনও প্রভাব আছে কিনা তাও খতিয়ে তদন্ত চলছে৷ বর্তমানে ওই নাবালক পুলিশ হেফাজতে রয়েছে। শিশু কল্যাণ কমিটির নির্দেশ অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
