আজকাল ওয়েবডেস্ক: মানুষ চলে তার নিজের মতো করে আর প্রকৃতি চলে তার নিজের খেয়ালে। একটি বাবা কুমিরের পিছে দেখা গেল তারই ১০০ টি ছানা। শোরগোল পড়ল সর্বত্র।
বাবা হওয়া কী মুখের কথা। এই কথা শুধু মানুষ বা অন্য প্রাণীর সঙ্গে চলে শুধু তাই নয়। এবার এর চাক্ষুষ দেখা ছবি দেখা গেল জলের মধ্যে। একটি ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে নিজের পিঠে করে ১০০ টি কুমিরছানাকে নিয়ে ঘুরছেন তার বাবা। তাকে তখন কে দেখে। নিজের মতো করে ছানাদের দেখিয়ে দিচ্ছেন কীভাবে জলের মধ্যে চলতে হবে। কেমন করে সাঁতার দিতে হবে। কেমন ভাবেই বা অন্য প্রাণীদের সঙ্গে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে।
এই ছবিটি সর্বত্র ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে। বাবার পিঠে চড়ে যারা ঘুরেছেন তাদের সকলের নজর কেড়েছে এই ছবি। প্রকৃতির একটি বিরাট অঙ্গ হল কুমির। সেখানে যুগ যুগ ধরে তারা এই পৃথিবীতে নিজেদের বাঁচিয়ে রেখেছে। নিজেদের বাঁচিয়ে রাখাই নয়, তারা প্রতিটি সময়ে এই পৃথিবীর পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিয়েছে। এবার বাবা কুমিরের এই ছবি দেখে তাই সকলে আহ্লাদে আটখানা হয়ে গেল।
এই ছবি দেখা গিয়েছে ভারতের গঙ্গা নদীতেই। যে ফটোগ্রাফার এই ছবিটি তুলেছেন তিনি এই ছবি তুলে তখনই সেটিকে সামাজিক মাধ্যমে দিয়েছেন। ফলে ঝড়ের বেগে সেই ছবি ছড়িয়ে পড়তে সময় লাগেনি। এটি একটি ঘড়িয়াল প্রজাতির কুমির। সে তার নিজের ১০০ ছানাকে পিঠে চাপিয়ে দিব্যি ঘুরছে। তবে এই সময় যদি কেউ তার কাছে যায় তাহলেই কিন্তু চরম সর্বনাশ নেমে আসবে সেই ব্যক্তির জীবনে। এমনকি হারাতে হতে পারে জীবনও।
এই ছবিটি ভাইরাল হওয়ার পরই নানা মহল থেকে নানা মন্তব্য করা হয়েছে। সেখানে সকলেই এই কাজকে দেখে খুশি হয়েছেন। কেউ আবার নিজেদের বাবার কথা তুলে ধরেছেন। যদি বাবারা এতটাই যত্ন নেন সন্তানদের প্রতি তাহলে প্রতিটি সন্তানের জীবনে কোনও চিন্তা আসবে না বলেও উঠে এসেছে নানা মন্তব্য।
