আজকাল ওয়েবডেস্ক: কোচিং সেন্টারে পড়তে গিয়ে মহাবিপত্তিতে একাধিক পড়ুয়া। কোচিং সেন্টারে ক্লাস চলাকালীন আচমকা ছড়ায় বিকট গন্ধ। গন্ধ শুঁকেই অসুস্থ হয়ে পড়েন পড়ুয়ারা। তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়েছে দশজন পড়ুয়াকে। যার মধ্যে দু'জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। রবিবার সন্ধেয় মহেশ নগরে উৎকর্ষ কোচিং সেন্টারেই ঘটে ঘটনাটি। সেই সময়ে ক্লাসে উপস্থিত ছিলেন অন্ততপক্ষে ২০ জন পড়ুয়া। আচমকা তাঁদের নাকে উগ্র গন্ধ পৌঁছয়। মুহূর্তের মধ্যে বিকট গন্ধ ছড়িয়ে পড়ে গোটা কোচিং সেন্টারে। গন্ধ শুঁকেই জ্ঞান হারান একাধিক পড়ুয়া। কয়েকজনের শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়।
পুলিশ জানিয়েছে, উগ্র গন্ধ শুঁকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন দশজন পড়ুয়া। তাঁদের তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু'জন ভর্তি আছেন আইসিইউতে। পুলিশ আরও জানিয়েছে, ওই কোচিং সেন্টারের পাশে একটি ড্রেন রয়েছে। সেই ড্রেন থেকে আচমকা বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। রান্নাঘরের জানালা খোলা থাকায়, সেখান থেকে বিষাক্ত গ্যাস ক্লাসঘরে ছড়িয়ে পড়ে। সেই গন্ধ শুঁকেই শ্বাসকষ্টের সমস্যা, বমি বমি ভাব, মাথা যন্ত্রণার মতো উপসর্গ দেখা দেয় পড়ুয়াদের। নর্দমা থেকে কীভাবে বিষাক্ত গ্যাস ছড়াল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে।
