আজকাল ওয়েবডেস্ক: মোবাইল ফোনে আসক্তি ছেলের। সারাক্ষণ মোবাইল ফোনে ব্যস্ত থাকায় প্রশ্ন করেছিলেন বৃদ্ধা মা। তা থেকেই শুরু অশান্তি। শেষমেশ মাকে দেওয়ালে চেপে ধরে বেধড়ক মারধর। এই ঘটনার এক সপ্তাহ পর হাসপাতালে মৃত্যু হল ৬৩ বছরের বৃদ্ধার।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে কেরলের কান্নুর জেলায়। এক সপ্তাহ আগে মোবাইলে গেম খেলা ঘিরে সুজিতকে বকাঝকা করেন রুগমিনী। তারপরেই দেওয়ালে মাথা ঠুকে মাকে মারধর করে সে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে ঘটনাটির পরেই সুজিতকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন সে। দীর্ঘদিন সরকারি মেন্টাল হাসপাতালেও ভর্তি ছিল। পুলিশি জিজ্ঞাসাবাদে মাকে মারধরের ঘটনাটিও স্বীকার করে নেয়।
এর এক সপ্তাহ পর হাসপাতালে চিকিৎসা চলাকালীন শনিবার মৃত্যু হল বৃদ্ধার।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে কেরলের কান্নুর জেলায়। এক সপ্তাহ আগে মোবাইলে গেম খেলা ঘিরে সুজিতকে বকাঝকা করেন রুগমিনী। তারপরেই দেওয়ালে মাথা ঠুকে মাকে মারধর করে সে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে ঘটনাটির পরেই সুজিতকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন সে। দীর্ঘদিন সরকারি মেন্টাল হাসপাতালেও ভর্তি ছিল। পুলিশি জিজ্ঞাসাবাদে মাকে মারধরের ঘটনাটিও স্বীকার করে নেয়।
এর এক সপ্তাহ পর হাসপাতালে চিকিৎসা চলাকালীন শনিবার মৃত্যু হল বৃদ্ধার।
