আজকাল ওয়েবডেস্ক: পুরুষেরা নিজেদের শরীরের যত্ন নেওয়ার বিষয়ে বরাবরই কিছুটা উদাসীন। ছোটখাটো অনেক শারীরিক সমস্যাকেই তাঁরা বয়সের কারণ ভেবে উড়িয়ে দেন। কিন্তু কিছু কিছু সাধারণ উপসর্গ এক নীরব ঘাতকের সঙ্কেত হতে পারে। সেই নীরব ঘাতকের নাম প্রোস্টেট ক্যানসার। পঞ্চাশোর্ধ্ব পুরুষদের মধ্যে এই ক্যানসারের ঝুঁকি ক্রমশ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, সচেতনতার অভাবেই রোগটি অনেক দেরিতে ধরা পড়ছে।
চিকিৎসকদের মতে, প্রোস্টেট ক্যানসারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, প্রাথমিক স্তরে এর বড় ধরনের কোনও উপসর্গ থাকে না বললেই চলে। ফলে, যখন লক্ষণগুলি প্রকাশ পেতে শুরু করে, তত দিনে রোগটি অনেকটাই ছড়িয়ে যায়। তাই কয়েকটি উপসর্গের বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
প্রোস্টেট গ্রন্থিটি ঠিক কী?
পুরুষদের তলপেটে, মূত্রথলির ঠিক তলে অবস্থিত আখরোটের মতো দেখতে একটি গ্রন্থি হল প্রোস্টেট। প্রোস্টেটের মূল কাজ বীর্যের জন্য তরল পদার্থ তৈরি করা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই গ্রন্থির আকার স্বাভাবিকভাবেই কিছুটা বাড়ে। কিন্তু ক্যানসারের কোষ অনিয়ন্ত্রিতভাবে বাড়তে শুরু করলে তা মূত্রনালীর উপর চাপ সৃষ্টি করে এবং বিভিন্ন উপসর্গ দেখা দেয়।
কোন কোন উপসর্গের দিকে নজর রাখবেন?
প্রোস্টেট ক্যানসারের অধিকাংশ লক্ষণই প্রস্রাবের সঙ্গে সম্পর্কিত। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ উপসর্গের উল্লেখ করা হল।
ঘন ঘন প্রস্রাব: স্বাভাবিকের চেয়ে প্রস্রাবের বেগ বেড়ে যাওয়া, বিশেষ করে রাতে বারবার প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যাওয়া এই রোগের অন্যতম প্রধান লক্ষণ।
প্রস্রাব শুরু করতে অসুবিধা: এই রোগে বেগ আসা সত্ত্বেও প্রস্রাব শুরু করতে দেরি হতে পারে। অনেক সময় বেশ কিছুক্ষণ চেষ্টা করতে হয়।
বিচ্ছিন্ন প্রস্রাবের ধারা: প্রস্রাবের ধারা আগের মতো জোরালো না থাকা, অর্থাৎ সরু হয়ে যাওয়া বা কিছুক্ষণ হয়ে আবার থেমে যাওয়া কিংবা দুইটি আলাদা ধারায় প্রস্রাব হওয়া এই রোগের লক্ষণ।
অনুভূতি: প্রস্রাব করার পরেও মনে হওয়া যে মূত্রথলি পুরোপুরি খালি হয়নি, ভিতরে আরও প্রস্রাব রয়ে গিয়েছে। এটিও এই রোগের লক্ষণ।
জ্বালা বা ব্যথা: প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথা অনুভব করা।
প্রস্রাব বা বীর্যে রক্ত: প্রস্রাবের সঙ্গে রক্ত পড়া প্রোস্টেট ক্যানসারের একটি গুরুতর লক্ষণ। এই লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বীর্যের সঙ্গেও রক্তপাত হতে পারে।
রোগ ছড়িয়ে পড়লে অন্যান্য লক্ষণ দেখা যায়।
যদি ক্যানসার প্রোস্টেট গ্রন্থির বাইরে ছড়িয়ে পড়ে, বিশেষ করে হাড়ের মধ্যে ছড়ায়, তবে কোমর, নিতম্ব বা শিরদাঁড়ায় একটানা ব্যথা হতে পারে। এ ছাড়া অকারণে ওজন কমে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি এবং লিঙ্গ উত্থানে সমস্যাও প্রোস্টেট ক্যানসারের লক্ষণ হতে পারে।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
উপসর্গ মানেই কি ক্যানসার?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই উপসর্গগুলির অনেক কিছুই বিনাইন প্রোস্ট্যাটিক হাইপারপ্লাসিয়া অর্থাৎ প্রোস্টেট গ্রন্থির সাধারণ স্ফীতির কারণেও হতে পারে, যা ক্যানসার নয়। কিন্তু উপসর্গ দেখে নিজে থেকে রোগ নির্ণয় করতে যাওয়া বিপজ্জনক। তাই, পঞ্চাশ বছরের বেশি বয়সি পুরুষদের এই ধরনের কোনও সমস্যা দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত একজন ইউরোলজিস্টের পরামর্শ নেওয়া আবশ্যক। প্রাথমিক স্তরে ধরা পড়লে প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা অনেক বেশি কার্যকর হয় এবং সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও থাকে।
