আজকাল ওয়েবডেস্ক: ওজন কমাতে ব্যবহৃত জনপ্রিয় ওষুধ ওজেম্পিক (Ozempic) বা ওয়েগোভি (Wegovy)-এর একটি অপ্রত্যাশিত ‘সাইড এফেক্ট’ নিয়ে তুমুল আলোচনা চলছে রেডিটে। বেশ কয়েকজন পুরুষ ব্যবহারকারী জানিয়েছেন, ওজন কমানোর পর তাদের পুরুষাঙ্গ বড় দেখাচ্ছে। একজন রেডিট ব্যবহারকারী লিখেছেন, “তিন মাস ওজেম্পিক নেওয়ার পর অনেকটা ওজন কমেছে। এখন ‘সেটা’ আগের চেয়ে লম্বা দেখাচ্ছে।” আরও অনেকে তাঁর সঙ্গে একমত হয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, এটি আসলে ওষুধের সরাসরি প্রভাব নয়, বরং ওজন কমার ফলে পেট ও যৌনাঙ্গের চারপাশে জমে থাকা চর্বি সরে যাওয়ায় পুরুষাঙ্গ বড় দেখায়। একজন ডাক্তার বলেন, “বেলি ফ্যাট কমলে পুরুষাঙ্গের একটা অংশ বাইরে দৃশ্যমান হয়, যেটা আগে চর্বির নিচে চাপা ছিল। ফলে এটি বড় দেখাতে পারে।”

তবে এই ওষুধের কিছু নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়াও আছে—যেমন ক্লান্তি, পেটব্যথা, বমি, বিষণ্নতা ও লিবিডো হ্রাস। তবে পুরুষদের আত্মবিশ্বাস বাড়ছে এতে, কারণ বহুজন বলছেন, এত বছর পর আয়নায় না তাকিয়ে নিজের পুরুষাঙ্গ দেখতে পারছেন—এটাই তাদের কাছে বড় প্রাপ্তি।