আজকাল ওয়েবডেস্ক: কলকাতা অ্যাপোলো ক্যানসার সেন্টারের উদ্যোগে বুধবার চালু হল 'কোলফিট'। কোলেস্টেরলের দ্বারা অন্ত্রে ক্যানসার আক্রান্ত হওয়ার পূর্বে পদক্ষেপ করা যেতে পারে উপসর্গ শনাক্তকরণের মাধ্যমে। ডাক্তারদের মতে কোলন ক্যান্সার দেশের প্রথম পাঁচটি ক্যানসারের মধ্যে একটি। এই রোগে মৃত্যুর হারও যথেষ্ট, সংখ্যাটি নেহাত কম নয়। পরিসংখ্যানে দেখা গিয়েছে, কোলন ক্যানসারের হার দেশে জনসংখ্যার নিরিখে ১০ শতাংশ। তাই এই রোগের উপসর্গকে আগে থেকেই শনাক্ত করার জন্যই চালু করা হল স্ক্রিনিং টেস্ট।
এই বিষয়ে গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট মহেশ গোয়েঙ্কা বলেন, "এই কোলফিট পদ্ধতি অর্থাৎ স্ক্রিনিং টেস্ট করার আগে মল পরীক্ষা এবং রক্ত পরীক্ষার মাধ্যমে খুব সহজেই অনুমান করা যেতে পারে অন্ত্রের পরিস্থিতি। বছরে অন্তত একবার এই পরীক্ষা প্রত্যেকের জন্য জরুরী। তারপর যদি কারও সন্দেহ হয়, তখন স্ক্রিনং টেস্টের মাধ্যমে তাঁর উপসর্গ অতি শীঘ্রই শনাক্তকরণের মাধ্যমে শীঘ্র চিকিৎসার দ্বারা সুস্থ করা সম্ভব।"
তিনি আরও বলেন, "এই ধরনের রোগ অধিকাংশ ক্ষেত্রেই বংশানুক্রমে হওয়ার সম্ভাবনা অধিক। এছাড়াও খাওয়াদাওয়ার কারণে বা জীবনধারণের পদ্ধতির কারণেও অনেক ক্ষেত্রে এই ক্যানসার হয়ে থাকে। যার প্রাথমিক পর্যায়ে ঠিকমত চিকিৎসা করলে নিরাময় করা সম্ভব। সেই জন্যই চালু করা হল স্ক্রিনিং টেস্ট অর্থাৎ কোলফিট।"
হাসপাতাল সূত্রে খবর, অ্যাপোলো ক্যানসার ইনস্টিটিউটে এই স্ক্রিনিং টেস্টের জন্য খরচ হতে পারে সাত থেকে আট হাজার টাকা।
