আজকাল ওয়েবডেস্ক: প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুধু বাইডেন নন, সারা পৃথিবীতে পুরুষদের মধ্যে হওয়া অন্যতম প্রধান ক্যানসার এটি। কিন্তু চিকিৎসকেরা জানাচ্ছেন, সময় মতো ধরতে পারলে এই রোগের চিকিৎসা সম্ভব। তাই লজ্জা দূরে রেখে প্রোস্টেট ক্যানসারে সাধারণ লক্ষণগুলির দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

১.  প্রস্রাবের সমস্যা: ঘন ঘন প্রস্রাব, বিশেষ করে রাতে প্রস্রাবের বেগ আসা। প্রস্রাব শুরু করতে বা ধরে রাখতে অসুবিধা হওয়া এবং প্রস্রাবের ধারা দুর্বল বা থেমে থেমে হওয়া।
২.  প্রস্রাবে রক্ত বা বীর্যে রক্ত: প্রস্রাবের সঙ্গে রক্ত পড়া (হেমাচুরিয়া) অথবা বীর্যের সঙ্গে রক্ত দেখতে পাওয়া প্রোস্টেট ক্যানসারের একটি লক্ষণ হতে পারে।
৩.  তলপেটে বা কোমরের নিচে ব্যথা: তলপেট, কোমর, নিতম্ব বা উরুর উপরের অংশে একটানা ব্যথা বা অস্বস্তি অনুভব করা, যা সাধারণত হাড়ে ক্যানসার ছড়িয়ে পড়লে দেখা যায়।
৪.  ইরেকটাইল ডিসফাংশন (লিঙ্গ উত্থানে সমস্যা): হঠাৎ করে লিঙ্গ উত্থানে সমস্যা দেখা দেওয়া বা তা বজায় রাখতে অসুবিধা হওয়াও একটি লক্ষণ হতে পারে, যদিও এর অন্যান্য কারণও থাকতে পারে।
৫.  অজানা কারণে ওজন কমে যাওয়া ও ক্লান্তি: কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই শরীরের ওজন দ্রুত কমে যাওয়া এবং অতিরিক্ত ক্লান্তি অনুভব করাও প্রোস্টেট ক্যানসারের লক্ষণ হতে পারে।

এর যেকোনও একটি বা একাধিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শুধুমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকই সঠিক রোগ নির্ণয় করতে পারবেন।