আজকাল ওয়েবডেস্ক: অটিজম বা আত্মসংবৃতি হল একটি স্নায়বিক বিকাশজনিত সমস্যা, যা আক্রান্তের সামাজিক যোগাযোগ, আচরণ এবং আগ্রহের ক্ষেত্রে প্রভাব ফেলে। অনেকের মতে এটি কোনও রোগ নয়, বরং স্নায়ুর বিকাশের সমস্যা। অটিজমে আক্রান্ত ব্যক্তিদের সামাজিক সম্পর্ক তৈরি করতে, অন্যদের সঙ্গে যোগাযোগ করতে এবং বিভিন্ন পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানাতে সমস্যা হতে পারে।

অটিজমের লক্ষণ শৈশব থেকেই দেখা যায় এবং এর তীব্রতা বিভিন্ন ব্যক্তির মধ্যে ভিন্ন হতে পারে। কিছু শিশুর মধ্যে হালকা লক্ষণ দেখা যায়, আবার কিছু শিশুর মধ্যে গুরুতর লক্ষণ দেখা যায়। অটিজমের কারণ এখনও পর্যন্ত পুরোপুরি জানা যায়নি, তবে মনে করা হয় যে জিনগত এবং পরিবেশগত কারণের সংমিশ্রণে এটি হয়ে থাকে।

অটিজমকে "স্পেকট্রাম ডিসঅর্ডার" বলা হয়, কারণ এর লক্ষণ এবং তীব্রতা বিভিন্ন ব্যক্তির মধ্যে ভিন্ন ভিন্ন হতে পারে। এই কারণে, অটিজমে আক্রান্ত প্রত্যেক ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্য এবং প্রয়োজন থাকে। কিন্তু কীভাবে বুঝবেন যে আপনার সন্তান অটিজমে আক্রান্ত?

 * কথা বলতে দেরি হওয়া বা একেবারেই কথা বলতে না পারা।
 * অন্যের কথা বুঝতে সমস্যা হওয়া।
 * অঙ্গভঙ্গি বা ইশারা ব্যবহার করতে সমস্যা হওয়া।
 * চোখের দিকে তাকাতে সমস্যা হওয়া।
 * সামাজিক যোগাযোগে সমস্যা হওয়া।
 * অন্য শিশুদের সঙ্গে খেলতে বা মিশতে না চাওয়া।
 * একা থাকতে পছন্দ করা।
 * বন্ধু তৈরি করতে সমস্যা হওয়া।
 * অন্যের অনুভূতি বুঝতে সমস্যা হওয়া।
 * একই কাজ বারবার করা।
 * একই খেলনা দিয়ে বারবার খেলা করা।
 * একই রুটিন বা নিয়ম মেনে চলতে জেদ করা।
 * কোনও বিশেষ জিনিসের প্রতি অতিরিক্ত আকর্ষণ থাকা।
 * আলো, শব্দ, বা স্পর্শের প্রতি সংবেদনশীলতা।
 * ঘুমের সমস্যা।
 * খাওয়ার সমস্যা।
 * নিজের ক্ষতি করার প্রবণতা।
উক্ত লক্ষণগুলি অটিজমের প্রাথমিক উপসর্গ হতে পারে। আপনার সন্তানের মধ্যে এই লক্ষণগুলি দেখা দিলে দেরি না করে শিশু বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন। তাঁরা আপনার সন্তানকে পরীক্ষা করে অটিজম সম্পর্কে নিশ্চিত হতে পারবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন।