আজকাল ওয়েবডেস্ক: চালশে হওয়ার জন্য এখন আর চল্লিশ পেরোনোর দরকার পড়ছে না। অল্প বয়সেই অনেকে চশমা নিতে বাধ্য হচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘক্ষণ কম্পিউটার, মোবাইল ব্যবহারের ফলে তরুণ প্রজন্মের মধ্যেও চোখের সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু যেহেতু সময়ের সঙ্গে সঙ্গে ধীর গতিতে বাড়ে চোখের সমস্যা, তাই অনেক সময় বিষয়টি টেরই পান না রোগীরা। যত দিনে চশমা নেন, ততদিনে পাওয়ার অনেকটাই বেড়ে যায়। তাই আগে থেকেই সতর্ক হওয়া দরকার। কী কী লক্ষণ দেখে বুঝবেন যে চশমা নেওয়ার সময় হয়েছে?
১. দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া
দূরের জিনিস বা কাছের জিনিস দেখতে অসুবিধা হলে অথবা সবকিছু ঘোলাটে দেখালে চশমার প্রয়োজন হতে পারে।
২. মাথা ব্যথা
চোখের সমস্যার কারণে প্রায়ই মাথা ব্যথা হতে পারে।
৩. চোখের ক্লান্তি
বেশি সময় ধরে কম্পিউটারে কাজ করলে বা পড়লে যদি চোখ ক্লান্ত লাগে, তাহলে চশমা লাগতে পারে।
৪. চোখ থেকে জল পড়া
চোখের সমস্যার অন্যতম প্রাথমিক লক্ষণ চোখ থেকে জল পড়া।
৫. আলোর প্রতি সংবেদনশীলতা
কিছু মানুষের চোখে আলো সহ্য হয় না। আলোতে তাকালে চোখ ঝাপসা হয়ে যায় বা ব্যথা করে। চশমাই হতে পারে একমাত্র উপশম।
৬. অক্ষর ঝাপসা দেখা
পড়ার সময় অক্ষরগুলো যদি ঝাপসা দেখায়, তাহলে চশমা দরকার হতে পারে।
৭. টিভি বা কম্পিউটারের পর্দা ঘোলা দেখা
টিভি বা কম্পিউটারের পর্দা যদি স্পষ্ট দেখতে না পান, তাহলে বুঝতে হবে যে চশমা নেওয়া প্রয়োজন।
৮. রাতের বেলা দেখতে সমস্যা হওয়া
রাতে গাড়ি চালাতে বা অন্য কোনও কাজ করতে অসুবিধা হলে বুঝবেন চোখের পাওয়ার বেড়েছে।
এই লক্ষণগুলির মধ্যে কোনও উপসর্গ দেখা দিলে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন। তিনি আপনার চোখ পরীক্ষা করে সঠিক পরামর্শ দিতে পারবেন।
