আজকাল ওয়েবডেস্ক: এতদিন মনে করা হত, নাকের প্রদাহের মাধ্যমে ছড়ায় ভাইরাসটির সংক্রমণ। কিন্তু শিকাগো বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যৌন মিলনের বিশেষ একটি ভঙ্গিতেও ছড়াতে পারে এই মারাত্মক সংক্রমণ। অধ্যাপক দীপক শুক্লর নেতৃত্বে হওয়া এই গবেষণায় দেখা গিয়েছে মুখ মিলনের মধ্য দিয়েও ছড়াতে পারে হারপিস।

গবেষকরা জানাচ্ছেন, ভাইরাসটির নাম হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ ১ বা এইচএসভি-১। সাধারণত ত্বকের সংস্পর্শে এলে এই ভাইরাস ছড়ায়। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে মুখ মিলনের সময় এক ব্যক্তির দেহ থেকে অপর ব্যক্তির দেহে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।

এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির দেহে এক ধরনের ফোস্কা দেখা যায়। এই ফোস্কার ভিতরে যে তরল থাকে সেই তরল মারাত্মক সংক্রামক। ভাইরাসে আক্রান্ত রোগীর গোপনাঙ্গে অনেক সময় এই ধরনের ফোস্কা থাকে। মুখমিলনের সময় কিংবা চুম্বনের সময় এই ফোস্কা ফেটে যায় এবং জীবাণু সুস্থ ব্যক্তির নাকে প্রবেশ করে।

এতদিন মনে করা হত, সাধারণত এই ভাইরাস দেহের অন্যান্য অঙ্গকেই আক্রমণ করে মস্তিষ্ককে আক্রমণ করে না। কিন্তু শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, এই ভাইরাস মস্তিষ্কে পৌঁছে যেতে পারে। এবং একবার পৌঁছে গেলে এন্সেফালাইটিস, মস্তিষ্কের প্রদাহ এমনকী অ্যালজাইমার্স দেখা দিতে পারে। সাধারণত অ্যান্টিবায়োটিক প্রয়োগে হারপিস কমে গেলেও, অবহেলা করলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই রোগ।